মন ঠিক থাকলে শরীর ঠিক থাকে। সুস্থ থাকতে হলে মনকে চাপমুক্ত রাখাটা খুব জরুরি। কী করে মনকে একেবারে চাপমুক্ত রাখবেন? চলুন তা জেনে নিই।
- মনের ভার কম করার জন্য নিজের ইচ্ছার মাত্রাটাকে বোঝার চেষ্টা করুন। একেবারে নিভৃতে নিজের সঙ্গে একটা দিন কাটিয়ে মনকে বোঝার চেষ্টা করুন।
- মানসিক শান্তি লাভ করার জন্য ধ্যান বা মেডিটেশন করুন।
- মনের পরিস্থিতিটা বদলানোর জন্য নিজেকে নিয়মের মধ্যে বেঁধে ফেলুন।
- রাতে নিশ্চিন্তে ঘুমানোর চেষ্টা করুন। রাতে ঘুম ভালো হলে আপনার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। মনে ফুর্তি বজায় থাকবে।
- মন কখনও নিজের গণ্ডি পেরিয়ে বাইরে যায় না। তার গণ্ডিটা মস্তিষ্কের মধ্যেই সীমাবদ্ধ। তাই যে কোনো কিছু বুদ্ধি দিয়ে চিন্তা করুন। তাতেই মানসিক শান্তি পাবেন।
- এমন কোনো কিছু যা চিন্তা করলে যদি আপনি মন থেকে কষ্ট পান তাহলে সেই চিন্তাটাকে মনের সীমানায় আসতে দেবেন না। সব সময় এমন কিছু ভাবার চেষ্টা করুন যা আপনাকে মানসিকভাবে আনন্দ দেবে। অন্যের জন্য কিছু করতে চেষ্টা করুন। এই প্রচেষ্টা আপনাকে মানসিক প্রশান্তি দেবে।
কমেন্ট