‘ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে’

‘ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে’

ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুরা পরিবার ও সমাজে নানাভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাদের মধ্যে অনেক ইতিবাচক গুণাবলী ও সম্ভাবনা রয়েছে। সঠিক যত্ন, শিক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ পেলে তারা পরিপূর্ণ ও উৎপাদনশীল জীবনযাপন করতে পারে। এজন্য তাদেরকে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করাতে হবে। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্ঠীর ক্ষমতায়ন নিশ্চিত করতে তাদের উপযোগী কর্মসংস্থান সৃষ্টি করার প্রতি জোর দিতে হবে। 

মঙ্গলবার (১১ নভেম্বর) ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এক সেমিনার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন স্টালিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. আবু ইউছুফ। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের চেয়ারম্যান সরদার এ রাজ্জাক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব বিজয় কৃষ্ণ দেবনাথ, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব শামীমা ফেরদৌস, এনডিডি সুরক্ষা ট্রাস্টের পরিচালক মুছাম্মৎ শাহীনা আক্তার, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর ডা. সরদার এ নাঈম, সুইড বাংলাদেশের মহাসচিব মাহবুবুল মুনির, তরি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশফাক উল কবির, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করীম সিদ্দিকী, জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার প্রজেক্ট ম্যানেজার বশির আল হোসাইন, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের নির্বাহী পরিচালক মুরাদ হোসেন খান, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ডা. কাজী খলিলুর রহমান, টিম গ্রুপ বিডির উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল নাকিব, জ্যেষ্ঠ ব্যবস্থাপক অমিতাভ বড়ুয়া প্রমুখ। 

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ঢাকার আটটি বিশেষ চাহিদাসম্পন্ন বিদ্যালয়ের আশিজনেরও অধিক ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের সমন্বয়ে গঠিত ড্যান্স সেলিব্রিটি গ্রুপ পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে ধন্যবাদ জ্ঞাপন করেন রুট টু রুটের প্রতিষ্ঠাতা মো. শাহদাত হোসেন এবং ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের নির্বাহী পরিচালক উত্তম হাওলাদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের প্রোগ্রাম অফিসার ও সেলফ অ্যাডভোকেসি লিড আহমাদ ইবনে সালেহ।

news24bd.tv/health

‘দেশের প্রায় ২০ শতাংশ মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছেন’ পরবর্তী

‘দেশের প্রায় ২০ শতাংশ মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছেন’

কমেন্ট