এবারের বিশ্ব হার্ট দিবসের প্রতিপাদ্য Don’t Miss a Beat স্লোগানকে সামনে রেখে রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে পালিত হলো বিশ্ব হার্ট দিবস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার মেডিকেল কলেজের চেয়ারম্যান ও পপুলার গ্রুপের কর্ণধার ডা. মোস্তাফিজুর রহমান। তিনি বিশ্ব হার্ট দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি হৃদরোগ প্রতিরোধ ও উন্নত কার্ডিয়াক সেবা প্রদানে তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও অঙ্গীকার প্রকাশ করেন।
অনুষ্ঠানে পপুলার কার্ডিয়াক সেন্টারের আধুনিক সেবাসমূহ—দুটি অত্যাধুনিক ক্যাথ ল্যাব সুইট (প্রি-ক্যাথ ও পোস্ট-ক্যাথ ইউনিটসহ), সিসিইউ, কার্ডিয়াক হাইকেয়ার ইউনিটের এবার বিস্তারিত দিক তুলে ধরা হয় ও বিশেষভাবে উপস্থাপন করা হয় ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সরফুজ্জামান রুবেল। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ফ্যাকাল্টি সদস্যবৃন্দ, জ্যেষ্ঠ অধ্যাপকবৃন্দ, হাসপাতালের উপপরিচালকবৃন্দ, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ, বিভিন্ন বিভাগের শিক্ষক, কার্ডিওলজি বিভাগের চিকিৎসক, নার্স, ক্যাথল্যাব ইনচার্জসহ প্রশাসন, এইচআর ও মার্কেটিং বিভাগের কর্মকর্তা এবং হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পপুলার মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের প্রধান ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ কে এম মহিউদ্দিন ভূঁইয়া মাসুম কার্ডিয়াক সেন্টারের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
তিনি জানান, পপুলার কার্ডিয়াক সেন্টারের দুটি ক্যাথল্যাব ২৪ ঘণ্টা চালু আছে। যার মাধ্যমে রোগীরা দ্রুততম সময়ে হৃদরোগের জরুরি চিকিৎসা সেবা পাচ্ছেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এ এম এস এম সরফুজ্জামান রুবেল, উপপরিচালক ডা. মোহাম্মদ ইস্তিয়াক সাজ্জাদুর রহমান, উপপরিচালক ডা. আরিফ এমরান মোহাম্মদ ওয়াসীম রেজা, প্রশাসন ও কাস্টমার কেয়ার টিমের সদস্যরা।
কমেন্ট