এএফআইপিতে ‘ফ্লো সাইটোমেট্রি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এএফআইপিতে ‘ফ্লো সাইটোমেট্রি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আধুনিক চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয়ের ক্ষেত্রে নির্ভরযোগ্য ও অগ্রসর প্রযুক্তিগুলোর মধ্যে অন্যতম ফ্লো সাইটোমেট্রি। এটি এমন একটি প্রযুক্তি যা একক কোষ বা কণার ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য পরিমাপ করে, যেখানে কোষগুলো একটি তরল স্রোতে একটি লেজারের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে কোষের আকার, আকৃতি, এবং নির্দিষ্ট প্রোটিনের উপস্থিতি বা অনুপস্থিতি চিহ্নিত করা যায়। ফ্লো সাইটোমেট্রি মূলত বিভিন্ন গবেষণা যেমন: ইমিউনোলজি, ক্যান্সার নির্ণয়, চিকিৎসা এবং অন্যান্য রোগ পর্যবেক্ষণে ব্যবহৃত হয়। বিশেষ করে রক্তরোগ ও ব্লাড ক্যান্সার শনাক্তকরণে এই প্রযুক্তি হেমাটোলজিস্ট বা রক্তরোগ বিশেষজ্ঞদের জন্য কার্যকর এক সহায়ক হাতিয়ার। 

এই যুগান্তকারী প্রযুক্তি সম্পর্কে জ্ঞানের পরিধি সম্প্রসারণ এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথলজি (এএফআইপি) প্রাঙ্গণে। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে এএফআইপি ও হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএফআইপির কমান্ড্যান্ট মেজর জেনারেল নিশাত জুবাইদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবির, সাধারণ সম্পাদক ডা. মো. আদনান হাসান মাসুদ, এএফআইপির হেমাটোলজি বিভাগের প্রধান কর্নেল ডা. মনোয়ার তারেক, সহযোগী অধ্যাপক ডা. মনিরুল ইসলাম, লে. কর্নেল গোলাম রাব্বানী প্রমূখ। দেশের খ্যাতনামা হেমাটোলজিস্ট ও রক্তরোগ বিশেষজ্ঞগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এই কর্মশালায় ফ্লো সাইটোমেট্রি প্রযুক্তির আধুনিক ব্যবহার, স্যাম্পল প্রস্তুতির কৌশল, যন্ত্র পরিচালনা এবং ডেটা বিশ্লেষণ নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন দেশি ও বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষকগণ। বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি হেমাটোলজি চর্চায় এক নতুন মাত্রা যোগ করবে এবং রক্তরোগ বিশেষ করে ব্লাড ক্যান্সার নির্ণয়ে উন্নত ও দ্রুত চিকিৎসার পথ সুগম করবে।

কর্মশালার সমাপ্তি পর্বে সমাপনী বক্তব্য শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই কর্মশালা ফ্লো সাইটোমেট্রিক প্রযুক্তি বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের হেমাটোলজি খাতকে আরও শক্তিশালী করে তুলবে।

news24bd.tv/health

শুরুতে চিকিৎসা নিলে লিম্ফোমায় আশানুরূপ সফলতা মেলে পরবর্তী

শুরুতে চিকিৎসা নিলে লিম্ফোমায় আশানুরূপ সফলতা মেলে

কমেন্ট