এভারকেয়ার হাসপাতাল, ঢাকায় উদযাপিত হলো বিশ্ব রেডিওথেরাপি অ্যাওয়ারনেস ডে। রবিবার (৭ সেপ্টেম্বর) বিশ্বব্যাপী প্রথমবারের মতো পালিত এই দিবসের মূল উদ্দেশ্য হলো ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপির গুরুত্ব তুলে ধরা এবং সাধারণ মানুষকে সচেতন করা।
এই বছর দিবসের প্রতিপাদ্য ছিল One Voice for Radiotherapy অর্থাৎ রেডিওথেরাপির জন্য একক কণ্ঠস্বর।
এ উপলক্ষে এভারকেয়ার হাসপাতাল অডিটোরিয়ামে এক বিশেষ সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের অনকোলজি বিভাগের কনসালট্যান্টগণসহ বিভিন্ন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও ক্যান্সার রোগী এবং তাদের স্বজনেরা।
এভারকেয়ার হাসপাতালের চিফ এক্সিকিউটিভ অফিসার ও ম্যানেজিং ডিরেক্টর ডা. রত্নদ্বীপ চাসকার স্বাগত বক্তব্যে বলেন: এভারকেয়ার হাসপাতাল ঢাকায় আমরা সর্বাধুনিক প্রযুক্তি ও দক্ষ টিমের মাধ্যমে আন্তর্জাতিক মানের রেডিওথেরাপি সেবা দিয়ে যাচ্ছি। রেডিওথেরাপি এখন বিশ্বব্যাপী ক্যান্সার চিকিৎসার একটি অপরিহার্য অংশ। বাংলাদেশে ক্যান্সার রোগীরা যাতে সময়মতো ও মানসম্মত চিকিৎসা পায়—সে লক্ষ্যেই আমরা কাজ করছি। আজকের এই দিবস আমাদের প্রতিশ্রুতি পুনর্নবীকরণের সুযোগ করে দিল।
এভারকেয়ার গ্রুপের ডিরেক্টর মেডিক্যাল সার্ভিসেস ডা. আরিফ মাহমুদ বলেন, ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপি একটি গেম চেঞ্জার। আমাদের দায়িত্ব হলো এটি সবার কাছে সহজলভ্য ও সাশ্রয়ী করা। এভারকেয়ার গ্রুপ কেবল প্রযুক্তিই নয়, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতেও বদ্ধপরিকর।
রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও কো-অরডিনেটর ডা. বিশ্বজিৎ ভট্টাচার্য্য তার বক্তব্যে বলেন,
আজকের এই দিবস আমাদের টিমকে আরও অনুপ্রাণিত করছে। আমরা রোগীদের জন্য সর্বোচ্চ মানের পরিকল্পনা ও নিরাপদ চিকিৎসা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানের প্রধান বক্তা এবং এভারকেয়ার হাসপাতাল ঢাকার সিনিয়র কনসালট্যান্ট (রেডিয়েশন অনকোলজি) ডা. আরমান রেজা চৌধুরী বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও রেডিওথেরাপির গুরুত্ব দিন দিন বাড়ছে। আমরা চাই রোগীরা জানুক যে, রেডিওথেরাপি আধুনিক, সুনির্দিষ্ট এবং নিরাপদ চিকিৎসা। সময়মতো চিকিৎসা শুরু করলে রোগীরা দীর্ঘায়ু ও সুস্থ জীবনযাপনের সুযোগ পান।
বক্তারা আরও জানান, বাংলাদেশে প্রতিবছর হাজার হাজার ক্যান্সার রোগী রেডিওথেরাপি থেকে উপকৃত হচ্ছেন। কিন্তু এখনো অনেকেই এই চিকিৎসা সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকায় ভয় ও ভুল ধারণার কারণে পিছিয়ে থাকেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের জন্য সচেতনতামূলক লিফলেট বিতরণ ও প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।
news24bd.tv/health
কমেন্ট