দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে সম্পূর্ণ স্টেম সেল থেরাপি সেন্টার  

দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে সম্পূর্ণ স্টেম সেল থেরাপি সেন্টার  

ঢাকায় অনুষ্ঠিত হলো অ্যাস্থেটিক ও স্টেম সেল থেরাপি বিষয়ক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার। অনুষ্ঠানে প্রথমবারের মতো বাংলাদেশে ত্বক ও চুলে স্টেম সেল থেরাপির লাইভ ডেমোনস্ট্রেশন প্রদর্শিত হয়।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আয়োজকরা জানান, ইমপালস হাসপাতাল ও ইনডেক্স গ্রুপের উদ্যোগে এই আয়োজনের আন্তর্জাতিক অংশীদার ছিল ডিওএফ কোরিয়া যারা বৈশ্বিকভাবে স্বাস্থ্যখাতে উদ্ভাবনের পথিকৃৎ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটের চেয়ারম্যান, বিশিষ্ট ফ্যাকো সার্জন ডা. মাহবুবুর রহমান চৌধুরী। মূল বক্তব্য প্রদান করেন কোরিয়া থেকে আগত ডিওএফের চিফ অপারেটিং অফিসার সাংকিল তাক এবং হেড অব গ্লোবাল নেটওয়ার্কিং মিজেয়ং চোই।

ইনডেক্স গ্রুপের প্রধান নির্বাহী শফিউল্লাহ আল মুনির বলেন, বাংলাদেশে স্টেম সেল-ভিত্তিক চিকিৎসার নতুন অধ্যায় শুরু হলো। ডিওএফের সহযোগিতায় আমরা স্বাস্থ্য খাতে নতুন দিগন্ত উন্মোচন করছি।

জানা গেছে, দেশে প্রথমবারের মতো সম্পূর্ণ স্টেম সেল থেরাপি সেন্টার চালু করতে যাচ্ছে ইমপালস হাসপাতাল। রোগীদের জন্য বিশ্বমানের চিকিৎসা স্থানীয় পর্যায়ে নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

মানুষের মাঝে প্রোটিন ও পুষ্টি নিরাপত্তা সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে পরবর্তী

মানুষের মাঝে প্রোটিন ও পুষ্টি নিরাপত্তা সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে

কমেন্ট