অধ্যাপক রাশিদা বেগমের নেতৃত্বে বন্ধ্যত্ব চিকিৎসার যুগান্তকারী প্রযুক্তি প্রয়োগ

অধ্যাপক রাশিদা বেগমের নেতৃত্বে বন্ধ্যত্ব চিকিৎসার যুগান্তকারী প্রযুক্তি প্রয়োগ

ফার্টিলিটি স্পেশালিস্ট প্রফেসর ডা. রাশিদা বেগমের নেতৃত্বে প্রি-ইমপ্লান্টেশন জেনেটিক টেস্টিং ফর অ্যানিউপ্লয়ডি (পিজিটি-এ)-এর সফল প্রয়োগ করেছে গুলশান ক্লিনিক লিমিটেড ও ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার (আইসিআরসি)। বাংলাদেশের চিকিৎসা খাতে এক নতুন দিগন্তের সূচনার খবরটি গত সোমবার রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটন ঢাকায় আয়োজিত এক সায়েন্টিফিক সেমিনারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য ফার্টিলিটি বিশেষজ্ঞ, এম্ব্রায়োলজিস্ট এবং চিকিৎসা বিজ্ঞানসংশ্লিষ্ট অনেক পেশাজীবী। এ প্রযুক্তি বিশ্বব্যাপী বন্ধ্যত্ব চিকিৎসায় একটি যুগান্তকারী আবিষ্কার হিসেবে বিবেচিত হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।

সেমিনারে আইসিআরসির চিফ কনসালট্যান্ট প্রফেসর ডা. রাশিদা বেগম প্রেজেন্টেশন ও মতবিনিময়ের মাধ্যমে ব্যাখ্যা করেন- এই পরীক্ষা মূলত ৩৫ বছরের ঊর্ধ্বে নারী, বারবার গর্ভপাত হয় এমন নারী, ইমপ্লান্টেশন ব্যর্থতার শিকার রোগী এবং যাদের পরিবারে জেনেটিক রোগের ইতিহাস রয়েছে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ভ্রূণ নির্বাচন করে স্বাভাবিক ও সুস্থ গর্ভধারণ নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য।

গুলশান ক্লিনিকের অ্যাডভান্সড মলিকুলার ও সাইটোজেনেটিক ল্যাবরেটরি চিফ কনসালট্যান্ট প্রফেসর ডা. মো. রফিকুল ইসলাম তার টেকনিক্যাল উপস্থাপনার মাধ্যমে জানান, গুলশান ক্লিনিকে আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ টিমের
মাধ্যমে অত্যন্ত কম খরচে এই পরীক্ষাটি এখন নিয়মিতভাবে করা সম্ভব।

অনুষ্ঠানে ইউনিক গ্রুপের গ্রুপ সিইও সৈয়দ সানোয়ারুল হক বলেন, ‘আমরা সর্বোচ্চ গুণগতমান বজায় রাখায় বিশ্বাস করি। গুলশান ক্লিনিকসহ ইউনিক গ্রুপের সব প্রতিষ্ঠান ফাইভ-স্টার মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

গুলশান ক্লিনিকের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ও ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার জান্নাতুন নাঈমা জানান, ‘বাংলাদেশে এই পরীক্ষাটি প্রথম ও একমাত্র আমাদের ল্যাবেই করা হচ্ছে। আইসিআরসির সঙ্গে যৌথভাবে আমরা এটিকে সফলভাবে বাস্তবায়ন করেছি। এর মাধ্যমে আইভিএফ রোগীরা একটি সুস্থ সন্তানের আশায় এখন আরও একধাপ এগিয়ে থাকবেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুলশান ক্লিনিকের জেনারেল ম্যানেজার আবু মো. মনিরুজ্জামান, ইউনিক গ্রুপের ডিরেক্টর (এইচআর) আব্দুল মোতালেব, এইচআর প্রফেশনাল মাসেকুর রহমান দুলু, টেকনিক্যাল কনসালট্যান্ট ও বিয়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার হান্নান প্রমুখ।

হেমাটোলজি সোসাইটি অফ বাংলাদেশের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত  পরবর্তী

হেমাটোলজি সোসাইটি অফ বাংলাদেশের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত 

কমেন্ট