কামরাঙ্গীরচরে অত্যাধুনিক একেএস ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসির যাত্রা

কামরাঙ্গীরচরে অত্যাধুনিক একেএস ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসির যাত্রা

ফিতা কেটে ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসির উদ্বোধন করছেন অতিথিবৃন্দ

উন্নত ও মানসম্মত পরীক্ষা-নিরিক্ষার নিশ্চয়তায় ঢাকার কামরাঙ্গীরচরে এবার যাত্রা শুরু করলো একেএস ডায়াগনস্টিক সেন্টারের। একই সঙ্গে সেখানকার ফার্মেসিতে পাওয়া যাবে সব ধরনের ওষুধ। আজ সোমবার (১৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে লেটেস্ট টেকনোলজিসমৃদ্ধ এই ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একেএস খান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান একে শামসুদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সামানজার এস খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন একেএস খান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাাহী কর্মকর্তা আল এমরান চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসি চালুর মাধ্যমে কামরাঙ্গীরচর এবং আশেপাশের এলাকার সাধারন মানুষ আধুনিকমানের সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা পাবে। স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে যা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে বলে আশা করা যাচ্ছে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নতুন ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসির বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং সুলভ মূল্যে গুণগত স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন।

‘অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুর অভিভাবকদের সচেতনতা জরুরী’
পরবর্তী

‘অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুর অভিভাবকদের সচেতনতা জরুরী’

কমেন্ট